Tuesday, November 5, 2019

লাড়া বাবা নাটকের ১ম পর্ব।

এই পর্যন্ত আমার পরিচালিত সবথেকে হাসির নাটক এই লাড়া বাবা ।এতে মুখ্য ভুমিকায় অভিনয় করেছেন আমার গুরুদেব সুশান্ত।আমরা সর্বপ্রথম এই গানটায় অফিসিয়াল মিউজিক গান তৈরী করে তবে নাটকটা তৈরী করেছি।গানটা বাদল ডাকুয়ার লেখা ও সুর এ তারই কন্ঠে গাওয়া একটা গান যেটা শুনলে খুব মজা পাবেন দর্শকরা।গানটির মিউজিক তৈরী করেছেন তনয়।সর্বপরি ভালো লাগবে আপনাদের।

No comments:

Post a Comment

প্রয়োজনীয় PDF ফর্ম ডাউনলোড

!!!!!এখন থেকে আপনার প্রয়োজনীয় সকল PDF ফাইল এখান থেকে ডাউনলোড করুন!!!!! ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুনঃ 1.  পাসপোর্ট রেজিষ্ট্রেশ...